Cyber School
https://cyberschoolbd.blogspot.com/2015/04/wowbox-for-gp-20-mb.html
WowBox for gp: প্রতিদিন জিপিতে 20 MB ফ্রি নিন, মেয়াদ ৩ মাস
গ্রামীনফোন দিচ্ছে প্রতিদিন ২০ MB একদম ফ্রিতে। এজন্য আপনের হাতে থাকতে হবে একটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টম চালিত স্মার্ট ফোন, আর গ্রামীনফোনের WowBox অ্যাপ। আর আপনাকে অবশ্যই ‘বন্ধু’ প্যাকেজের গ্রাহক হতে হবে। বন্ধু প্যাকেজে মাইগ্রেট করতে B লিখে ম্যাসেজ পাঠিয়ে দিন
4444 এ। কয়েকদিন আগে অ্যাপটি প্লে স্টোরে এসেছে। প্লে-স্টোর থেকে WOWBOX for grameenphone নামের অ্যাপটি ডাউনলোড করে নিন (ডাউনলোড লিংক পোস্টের নিচে দেয়া আছে)। তারপর অ্যাপটি আপনার ফোনে ইন্সটল করে করে নিন। আপনার মোবাইল নাম্বার দিয়ে অ্যাপটিতে রেজিস্ট্রেশান করেন। তারপর অ্যাপটিতে ঢুকে দেখুন ‘ক্লেইম ২০ এমবি ফ্রি ইন্টারনেট’ লিখা আছে। ওখানে ক্লিক করে ‘ক্লেইম’ বাটনে ক্লিক করুন। কিছুক্ষণের মধ্যে পেয়ে যাবেন
ফ্রি ২০ মেগাবাইট ইন্টারনেট। প্রতিদিন একবারর করে নিতে পারবেন ফ্রি ২০ মেগাবাইট ইন্টারনেট। এছাড়াও এই অ্যাপে বিভিন্ন ধরনের ব্লগ করতে পারবেন। আর এই অ্যাপটি দিয়ে ইন্টারনেট/এসএমএস প্লান কিনলে পাবেন বোনাস কয়েন। এই কয়েন দিয়ে ফ্রিতে ইন্টারনেট কিনতে পারবেন।
তাই আর দেরি না করে এখনি ডাউনলোড করে নিন। প্লে-স্টোর থেকে WOWBOX for grameenphone নামের অ্যাপটি এখান থেকে ডাউনলোড করে নিন। অবশ্য আপনি প্লে স্টোরে না গিয়েও ডাইরেক্ট ডাউনলোড করে নিতে পারবেন অ্যাপটি। এজন্য মিডিয়া ফায়ারে আপনাদের জন্য শেয়ার করলাম। গ্রামীনফোনের WowBox অ্যাপটি ডাইরেক্ট ডাউনলোড করতে নিচে ডাউনলোড লেখাতে ক্লিক করুন।
বি.দ্রঃ এই অ্যাপটি ব্যবহার করলে কোন ইন্টারনেট ডাটা চার্জ করা হবে না।
Have you any problem? Feel free to ask. Have you any feedback? please let me know. Ultimately comment below...
0 Comments
দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন