-->
Cyber School https://cyberschoolbd.blogspot.com/2015/06/blog-post.html

একটি মাত্র অ্যান্ডয়েড অ্যাপ দিয়েই সেরে ফেলুন প্রয়োজনীয় ৭ টি অ্যাপের কাজ

যারা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের মোবাইল-ফোন ব্যাবহার করেন, তাদের জন্যই এই পোস্ট। সো পোস্টটি বিশেষ মনযোগ দিয়ে পড়ুন।
    আমরা সাধারণত, ফোনের বিভিন্ন রানিং অ্যাপের কার্যক্রম বন্ধ রেখে  ব্যাটারী সেভ ও চার্জ বেশিক্ষণ ধরে রাখতে Battery Saver
    অ্যাপ ব্যাবহার করি।
    র‍্যাম ক্লিন ও ম্যামোরি ফ্রি রাখার জন্য এবং ফোনের পার্ফমেন্স স্পিড বাড়ানোর জন্য Clean Master অ্যাপ ব্যাবহার করি।
    ভাইরাস থেকে ফোন ও ম্যামোরিকে বাঁচানোর জন্য যে কোনো একটা Antivirus অ্যাপ ব্যাবহার করি।
    বিরক্তিকর ব্যাক্তির ফোন-কল ও ম্যাসেজ থেকে বাঁচার জন্য Block List অ্যাপ ব্যবহার করি।
    ইন্সট্যান্টলি ফোনের পার্ফমিং স্পিড বাড়ানোর জন্য Boster অ্যাপ ব্যবহার করি।
    বিভিন্ন অ্যাপ লক করে রাখার জন্য App locker ব্যাবহার করি।
    বিভিন্ন অ্যাপ ম্যানেজিং করার জন্য App manager বা Android Assistant অ্যাপ ব্যাবহার করি।

    যাদের র‍্যাম 512 MB তাদের এই অ্যাপগুলো ইন্সটল করে নিজের ইচ্ছামত অন্য অ্যাপ বা গেম ইন্সটল করা প্রায় অসম্ভ ব্যাপার হয়ে দাঁড়ায়।
    কেমন হয়, যদি উপরের ৭টা অ্যাপের কাজ একটি অ্যাপ দিয়ে করা যায়? তাও আবার মাত্র 9 MB.
    ভাবছেন, এটা কিভাবে সম্ভব?
    ..হ্যাঁ, সেই অসম্ভবকে সম্ভব করার জন্য হাজির হয়ে গেছে 360 Security অ্যাপ।
    এটি মূলত একটি অ্যান্টিভাইরাস, তবে উপরোক্ত সব সুবিধাই প্রদান করবে। এছাড়াও ফোন হারিয়ে গেলে কিংবা চুরি হয়ে গেলে সেটা ফাইন্ডিং করার জন্যও বিশেষ ব্যাবস্থা আছে এই অ্যাপে।

    সো... Why are you waiting for?
    360 Security অ্যাপটি ডাউনলোড করতে নিচের ডাউনলোড বাটনে ক্লিক করুন।

    https://www.sendspace.com/file/3ubddx


    Have you any problem? Feel free to ask. Have you any feedback? please let me know. Ultimately comment below...

    অন্যদের সাথে শেয়ার করুন

    0 Comments

    দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন ??

    অর্ডিনারি আইটি কী?