-->
Cyber School https://cyberschoolbd.blogspot.com/2017/05/Ramadan-calender-2017.html

রমজান ২০১৭ ক্যালেন্ডার অ্যানড্রয়েড অ্যাপ | সকল জেলার সময়সূচী

রমজান মাসে বিভিন্ন জেলার ইফতার, সেহরী ও নামাজের সময়সূচী নিয়ে প্লে-স্টোরে শত শত অ্যাপ আছে। তাদের মধ্য থেকে সেরা অ্যাপটির সাথে আপনাদেরকে এখন পরিচয় করিয়ে দিচ্ছি। চলুন দেখা যাক কি কি ফিচার সমৃদ্ধ এই অ্যানড্রয়েড অ্যাপটি।

রমজান ক্যালেন্ডার ২০১৭ / সেহরি ইফতারের সময়সূচী ২০১৭

* আপনার জেলা অনুযায়ী সারা বছরের সেহরি ও ইফতার এর সময়সূচী জানা যাবে।
* সারা বছরের নামাজের শুরুর ওয়াক্ত ও শেষ ওয়াক্ত জানা যাবে।
* ইন্টারনেট বা কোন খরচ ছাড়াই সারা বছর প্রতিদিন একটি করে হাদীসের নোটিফিকেশন পাওয়া যাবে।
* এই মুহুর্ত থেকে পরবর্তী সেহরি বা ইফতারের সময়ের countdown timer দেখা।
* পরবর্তী সেহরী ও ইফতারীর পূর্বে অ্যালার্ম সেট করার ব্যাবস্থা।


* বিশ্ব নন্দিত ২০ জনেরও অধিক ক্বারীর কন্ঠে শোনা যাবে কুরআন মাজীদের সম্পূর্ণ তিলাওয়াত।
* সেটিংস থেকে নোটিফিকেশনের সময়, জেলার নাম ইত্যাদি পরিবর্তনের সুযোগ রয়েছে।
* যে কোন জেলার সময়সূচী জানা যাবে ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী।


* বাড়তি হিসেবে রয়েছে তসবীহ, কুরআন ও হাদীসের কিছু নির্বাচিত অংশ, রোজা, যাকাত, ফিতরা সম্পর্কিত মাসয়ালা ও আর্টিকেল।

এছাড়াও আরো রয়েছে রমজানের খাদ্যাভ্যাস নিয়ে বিস্তারিত লেখা।


এই অ্যাপটির মনমুগ্ধকর ফিচারগুলো যদি আপনার ভাল লেগে থাকে তাহলে এখনই ডাউনলোড করে নিন নিচের ডাউনলোড বাটনে ক্লিক করে।
http://www.mediafire.com/file/86x2vuh4dkso5u4/%E0%A6%B0%E0%A6%AE%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A8+%E0%A7%A8%E0%A7%A6%E0%A7%A7%E0%A7%AD+%E0%A6%95%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A1%E0%A6%BE%E0%A6%B0+%E0%A6%B8%E0%A6%95%E0%A6%B2+%E0%A6%9C%E0%A7%87%E0%A6%B2%E0%A6%BE+.apk

অন্যদের সাথে শেয়ার করুন

0 Comments

দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন ??

অর্ডিনারি আইটি কী?