-->
Cyber School https://cyberschoolbd.blogspot.com/2015/07/blog-post_12.html

হঠাৎ ব্লগস্পট (ব্লগার) ব্লগ থেকে কমেন্ট বক্স হারিয়ে গেলে যেভাবে পুনরায় ফিরিয়ে আনবেন

হঠাৎ ব্লগার ব্লগ থেকে কমেন্ট বক্স হারিয়ে গেছে? আপনি হঠাৎ আপনার ব্লগার ব্লগে মন্তব্য ফর্ম/বক্স খুঁজে পাচ্ছেন না? এজন্য অনেক কিছুই দায়ী হতে পারে এবং আমি এর সব সম্ভাব্য কারণ এবং কিভাবে আপনি এটা ঠিক করতে পারবেন তা দেখাচ্ছি এখন।  আপনার ব্লগার কমেন্ট বক্স আপনার পোস্টে না দেখানোর একটি কারণ হল যে এটি আপনার ব্লগের সেটিংস থেকে বন্ধ করে দিয়েছেন। আপনি ভুল বা অজ্ঞাতসারে এ কাজটি করে থাকতে পারেন।


এই সমস্যা থেকে মুক্তি পেতে যা করবেন তা হলঃ  
    • আপনার ব্লগার ড্যাশবোর্ডে প্রবেশ করুন     
    • সেটিংস ট্যাবে ক্লিক করুন      
    • সেটিংস ট্যাবের অধীনে, পোস্ট অ্যান্ড কমেন্ট অপশনটি নির্বাচন করে কমেন্ট লোকেশন এমবেডেড করে দিন। 
    • বোঝার সুবিধার জন্য নিচের ছবিটি দেখুনঃ
    এবার আপনের ব্লগ পোস্ট চেক করুন। এখনও কমেন্ট বক্স দেখাচ্ছে না?  কমেন্ট বক্স না দেখানোর আরেকটি কারণ হল লেআউট পেজে কমেন্ট বক্স আনচেক করা আছে।
    এই সমস্যা থেকে মুক্তি পেতে যা করবেন তা হলঃ
    • আপনার ব্লগার ড্যাশবোর্ডে প্রবেশ করুন     
    • "লেআউট" ট্যাব এ ক্লিক করুন      
    • "মেইন ব্লগ পোস্ট" বলা বর্গাকার বক্স এর নীচে ডান দিকে "ইডিট" বাটনে ক্লিক করুন      
    • পোট পেজ অপশন এর অধীনে কমেন্ট বক্সের বাম পাশে টিক মার্ক না দেয়া থাকলে দিয়ে দিন।     
    • এবার সেভ করে বেরিয়ে আসুন।    
    • বোঝার সুবিধার জন্য নিচের ছবিটি দেখুনঃ  

    এবার আপনের ব্লগ পোস্ট চেক করুন। এখনও কমেন্ট বক্স দেখাচ্ছে না?  কমেন্ট বক্স না দেখানোর আরেকটি কারণ হল পোস্ট সেটিংস এর ভিতরে কমেন্ট অপশন বন্ধ করে দেওয়া হতে পারে।

    এই সমস্যা থেকে মুক্তি পেতে যা করবেন তা হলঃ
    • আপনার ব্লগার ড্যাশবোর্ডে প্রবেশ করুন     
    • "পোস্ট" ট্যাবে ক্লিক করুন     
    • এবার যেসব পোস্টের কমেন্ট বক্স শো করছে না, সেসব পোস্টের টাইটেল এর উপর ক্লিক করুন।     
    • এবার পেজের ডান পাশের নিচে অপশন লেখাতে ক্লিক করুন     
    • এবার নিচের চিত্রের মত সেটিংস করে নিন।       
    • কাজ শেষে ডান বাটনে ক্লিক করে দিবেন।


    I hope this tutorial can help you fix all the Blogger Comment form problems, use the comment form below if you have any questions or contributions.
    Have you any problem? Feel free to ask. Have you any feedback? please let me know. Ultimately comment below...

    অন্যদের সাথে শেয়ার করুন

    0 Comments

    দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন ??

    অর্ডিনারি আইটি কী?