-->
Cyber School https://cyberschoolbd.blogspot.com/2015/07/blog-post_43.html

মাত্র এক ক্লিকেই যেভাবে ফ্রেন্ড লিস্টের সবাইকে ফেসবুক গ্রুপে অ্যাড করবেন

এখন মাত্র এক ক্লিকেই ফ্রেন্ড লিস্টের সবাইকে ফেসবুক গ্রুপে অ্যাড করতে পারবেন। তাহলে চলুন প্রথমে জেনে নিই কি কি লাগবে এক ক্লিকেই ফ্রেন্ড লিস্টের সবাইকে ফেসবুক গ্রুপে অ্যাড করতেঃ
ডিভাইস হিসেবে কম্পিউটার লাগবে। মোবাইল দিয়ে হবে না। ব্রাউজার হিসেবে আমি মজিলা ফায়ারফক্স বেছে নিয়েছি। আপনিও নিন। আর একটু জাভা স্ক্রিপ্ট
লাগবে, ব্যাস।

তো, এবার জাভা স্ক্রিপটের কোডগুলো ডাউনলোড করুন

এবার আপনি ফেসবুকের যে গ্রুপে মেম্বার অ্যাড করতে চান, প্রথমে ফায়ারফক্স ব্রাউজার দিয়ে সেই ফেসবুক গ্রুপে যান। তার পর কিবোর্ড থেকে ctrl+shift+k চাপুন।
তাহলে নিচের চিত্রের মত আসবেঃ
 তারপর কন্সোল ইউনিট সিলেক্ট করে (তীর চিহ্নিত) টেক্সট বক্সে জাভা স্ক্রিপটের কোড গুলো পেস্ট (ctrl+V) করুন।

তাহলে দেখতে নিচের চিত্রের মত লাগবেঃ

এবার কিবোর্ড থেকে Enter চাপুনঃ তাহলে আপনের ফ্রেন্ডলিষ্টের সব ফ্রেন্ড গ্রুপে অ্যাড হয়ে যাবে। সম্পূর্ণ পক্রিয়াটি শেষ হতে কিছুক্ষণ সময় লাগবে। নিচের চিত্রটি লক্ষ করলেই বুঝতে পারবেনঃ

পক্রিয়াটি শেষ হয়ে গেলে আপনের ব্রাউজারের পেজটি রিফ্রেস করুন। ব্যাস দেখুন আপনের ফ্রেন্ড লিষ্টের সবাই আপনের ফেসবুকের গ্রুপে অ্যাড হয়ে গেছে।

অন্যদের সাথে শেয়ার করুন

0 Comments

দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন ??

অর্ডিনারি আইটি কী?